হোম জাতীয় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ৬ তরুণ গ্রেপ্তার

জাতীয় ডেস্ক :

জয়পুরহাটের পাঁচবিবিতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অভিযোগে ৬ তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার শালাইপুর বাজার থেকে তাদের গ্রেপ্তার করেন র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন, লোকমান হোসেনের ছেলে জাকারিয়া হোসেন (৩০), শাহ আলমের ছেলে জামিল হোসেন (২৫), বছির উদ্দিনের ছেলে আবদুল কাদের (২৬), শ্রী কার্তিকের ছেলে স্বপন কুমার (৩০), শাহারুল ইসলামের ছেলে শাকিল চৌধুরী (২৪) এবং মোফাজ্জল হোসেনের ছেলে রাজু হোসেন (২৪)।

রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শনিবার রাতে শালাইপুর বাজারে কয়েকটি কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক, মোবাইল, মেমোরি কার্ড, পেনড্রাইসহ বিপুল পরিমাণ পর্নোগ্রাফি ডিভাইস জব্দ করা হয়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন