হোম আন্তর্জাতিক পর্নো থেকে শিশুদের রক্ষায় নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাজ্যে নতুন ইন্টারনেট নিরাপত্তা আইন অনুসারে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে পর্নো ওয়েবসাইটগুলোকে। ইন্টারনেট জগতে অশালীন উপকরণ থেকে শিশুদের সুরক্ষায় আইনটি প্রণয়ন করা হয়েছে। যারা আইনটি অমান্য করবে, তাদের শাস্তির মুখোমুখি হতে হবে।-খবর বিবিসির

খসড়া অনলাইন নিরাপত্তা আইনের অংশ হিসেবে বয়স যাচাইয়ের বিধানটিও যুক্ত করা হয়েছে। এতে আঠারো কিংবা তার চেয়ে বেশি বয়সীদের প্রমাণ করতে হবে তাদের হাতে ক্রেডিট কার্ড আছে। অথবা তৃতীয় পক্ষের সেবার মাধ্যমে নিশ্চিত করতে হবে, তারা এখন প্রাপ্তবয়স্ক।

যেসব সাইট এই নির্দেশনা মানতে অপারগ হবে, তাদের বৈশ্বিক আয়ের ১০ শতাংশ জরিমানা গুণতে হবে। আগামী কয়েক মাসের মধ্যে অনলাইন নিরাপত্তা বিলটি আদালতে উপস্থাপন করা হবে। ব্যবহারকারীদের ক্ষতিকর কন্টেন্ট থেকে সুরক্ষার পরিকল্পনা থেকেই এটি প্রণয়ন করা হচ্ছে।

পর্নো সাইটগুলোতে বয়স যাচাই করতে দীর্ঘদিন ধরে আহ্বান জানিয়ে আসছিল শিশু নিরাপত্তা গোষ্ঠীগুলো। তাদের ভয়, এমনটা করা না-হলে অপ্রাপ্তবয়স্করা সহজেই ক্ষতিকর অনলাইন উপকরণে ঢোকার সুযোগ পাবে। এতে তাদের বড় ধরনের ক্ষতি হতে পারে।

এছাড়া পর্নোসাইটগুলোতে অবাধ প্রবেশ নিয়ে অভিভাবকেরাও দুশ্চিন্তায় আছেন। নতুন আইন বাস্তবায়ন হলে বাবা-মায়েরা দুর্ভাবনা থেকেও মুক্তি পাবেন।

পর্নো থেকে শিশুদের রক্ষায় ব্রিটেনে বহু আগ থেকেই কঠোর পদক্ষেপের প্রস্তাব দেওয়া হচ্ছিল। কিন্তু ২০১৯ সালে এ নিয়ে কাজ শুরু করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, কোনো কোনো ক্ষেত্রে ১১ থেকে ১৩ বছর বয়সীদের অর্ধেক পর্নোগ্রাফিতে আসক্ত।

বিশেষজ্ঞরা বলছেন, এতে শিশুরা অস্বাস্থ্যকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। যৌন হয়রানির শিকার হওয়ার ঝুঁকিতে পড়ে যায় তারা।

বয়স যাচাইয়ের পরিকল্পনা ঘোষণা করে ডিজিটাল-অর্থমন্ত্রী ক্রিস ফিলিপ বলেন, শিশুরা অনলাইনে সুরক্ষিত—বাবা-মায়েদের মনে সেই প্রশান্তির সুযোগ এনে দিতে হবে।

যেসব ওয়েবসাইট আইন অমান্য করবে, তাদের জরিমানা গুণতে হবে। এমনকি যুক্তরাজ্যে ওয়েবসাইটগুলোকে ব্লকড করে দিতে পারবে নিয়ন্ত্রক সংস্থা অফকম। এখন থেকে সব বাণিজ্যিক পর্নোসাইটগুলোকে এই নিয়মের আওতায় চলে আসতে হবে।

আইনটিকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু চিলড্রেন (এনএসপিসিসি)। তবে হুঁশিয়ারি দিয়ে বলছে, এটিই যথেষ্ট না। যারাই পর্নোগ্রাফিকে আশ্রয় দিক না কেন, তাদের কাছ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে সরকারকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন