হোম অন্যান্যশিক্ষা পরীক্ষার ফি নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে অভিভাবকদের বাগ্‌বিতণ্ডা

শিক্ষা ডেস্ক:

রংপুরের মিঠাপুকুর উপজেলার শালমারা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ফি বাড়ানোকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সঙ্গে অভিভাবকদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। বুধবার (৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করা শর্তে একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহজাহান আলী কোনো প্রকার আলোচনা ছাড়াই অর্ধ-বার্ষিক পরীক্ষার ফি বৃদ্ধি করেন। কী কারণে হঠাৎ পরীক্ষার ফি বৃদ্ধি করা হলো বিষয়টি জানতে বুধবার দুপুরে বেশ কয়েকজন অভিভাবক বিদ্যালয়ে গেলে অভিভাবক ও প্রধান শিক্ষকের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করে।

অভিভাবকরা জানান, তাদের পক্ষে শ্রেণিভেদে ৮’শ, ৯’শ এবং ১২’শ টাকা করে একসাথে দেওয়া সম্ভব নয়। তাছাড়া প্রধান শিক্ষক যে পরীক্ষা ও সেশন ফি বাবদ টাকা নেন তার কোনো রশিদও দেন না। শিক্ষকদের অফিস কক্ষে ফ্যান থাকলেও কোনো ক্লাস রুমে ফ্যান নেই।
আরও পড়ুন:নির্ধারিত সময়ের আগেই বাজারে আসছে রংপুরের হাঁড়িভাঙ্গা আম

বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রাকিব হোসেন বলেন, ’সেশন ফি, পরীক্ষার ফি ও মাসিক বেতনসহ আমাদের কাছে ৯’শ ৩০ টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু কোনো ভাউচার দেয়া হয়নি।’

এ বিষয়ে প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, পরীক্ষার ফি যেটা বৃদ্ধি করা হয়েছিল, কমিটির সভাপতি ও সদস্যদের সিদ্ধান্তে তা কমিয়ে আগের ফি নির্ধারণ করা হয়েছে। পুলিশ এসেছিল আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ফয়জার রহমান খান বলেন, পরীক্ষার ফি বাড়ানোর বিষয়ে উভয়পক্ষের মধ্যে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। অভিভাবকদের দাবি মেনে নেওয়া হয়েছে। এখন থেকে সব বিষয়ে মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করা হবে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে প্রধান শিক্ষকসহ উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলেছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন