জাতীয় ডেস্ক :
পটুয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়। ২৩ বছর আগে বিদ্যালয়ের দুটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনও চলছে শিক্ষা কার্যক্রম। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত ৬ আগস্ট নবম শ্রেণির একটি কক্ষে পাঠদানের সময় সিলিং ফ্যান মাথার ওপর পড়ে আহত হয় তিন শিক্ষার্থী। এ ঘটনার পর আতঙ্কে শিক্ষক ও শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ওই পরিত্যক্ত ভবনের পলেস্তারা খসে পড়ছে। বের হয়ে আছে দেয়ালের রডও। ঝুঁকি নিয়ে পুরানো ওই ভবনগুলোতেই চলছে শিক্ষার্থীদের পাঠদান।
পটুয়াখালী শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর জন্য শ্রেণিকক্ষ দরকার ২২টি, কিন্তু মাত্র ৯টি শ্রেণিকক্ষ দিয়ে চলছে পাঠদান। পুরানো ভবনগুলোর বেশিরভাগই আবার জরাজীর্ণ।
এদিকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নতুন দুটি ভবন নির্মাণের উদ্যোগ নিলেও পুরানো ভবনগুলো না ভাঙার কারণে নতুন ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন।
তবে দ্রুত বিদ্যালয়টিতে দশ তলা ভবন নির্মাণের উদ্যোগের কথা জানালেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম।
২৩ বছর আগে বিদ্যালয়ের দুটি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও এই ভবনগুলোতে চলছে শিক্ষা কার্যক্রম।
