হোম ফিচার পরাজয় স্বীকার করে নিয়েছে আওয়ামী লীগ: ফখরুল

রাজনীতি ডেস্ক :

শান্তিপূর্ণভাবে মিটিং-মিছিলে ও ছাত্রদের ওপর হামলাকে আওয়ামী লীগের পরাজয়ের নিদর্শন হিসেবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, মানুষের শান্তিপূর্ণভাবে মিটিং-মিছিলে ও ছাত্রদের ওপর লাঠি, বন্দুক, টিয়ারগ্যাস দিয়ে আক্রমণ করা শুরু করে দিয়েছে। তার মানে তারা এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নৃশংস হামলার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল।

মির্জা ফখরুল বলেন, কাল ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নাকি হাঁটু ভাঙা। আমরা লাঠিও নিইনি। তারপরও ইতোমধ্যে আওয়ামী লীগের কোমর ভেঙে গেছে। অথচ আওয়ামী লীগ শুধু লাঠি নয়, রাম দা, কুড়াল নিয়ে নিয়েছে।

হামলা, মামলা আর নির্যাতন ছাড়া আওয়ামী লীগের টিকে থাকার উপায় নেই বলে মন্তব্য করে ফখরুল বলেন, এছাড়া আপনাদের কোনো উপায় নেই। আপনারা জনগণের সঙ্গে নেই। সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। পুলিশের বন্দুকের ওপর ভর করে টিকে আছেন।

ছাত্রলীগকে কটাক্ষ করে তাদেরকে ‘সোনার ছেলে’ উল্লেখ করে ফখরুল। তিনি বলেন, তাদের জন্ম হয়েছে সন্ত্রাসের মধ্য দিয়ে। এ জন্য তারা সোনার ছেলেদের হাতে লাঠি, বন্দুক, রাম দা তুলে দিয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন