হোম জাতীয় পরকীয়া সন্দেহে ছুরিকাঘাতে স্ত্রীকে খুন

জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাত করে খুন করেছে এক ব্যক্তি।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ফতুল্লার ফাজিলপুর এলাকায় রকির ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নাজমা আক্তার (৪০)। অভিযুক্ত ব্যক্তির নাম কাউছার আলম তুহিন। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী।

নিহতের বড় ছেলে নাজমুল জানান, বুধবার ভোরে পারিবারিক কলহের জের ধরে মায়ের বুকের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে বাবা। এ সময় ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফতু্ল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, কাউছার তার স্ত্রী নাজমা আক্তারকে পরকীয়া সন্দেহ করতেন। তার ধারণা নাজমা অন্য কোনো লোকের সঙ্গে পরকীয়া করেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন