হোম জাতীয় পদ্মা সেতু থেকে ঝাঁপিয়ে পড়া সেই রিকশাচালক ‌‌‌‌‘বেঁচে আছেন’

জাতীয় ডেস্ক:

অবশেষে ‌‘খোঁজ মিললো’ পদ্মা সেতুতে রিকশা নিয়ে উঠে পড়ার পর ঝাঁপ দেয়া সেই শরীফুলের। রোববার (১ অক্টোবর) পদ্মা উত্তর থানায় রিকশা ফেরত নিতে এসে এক ব্যক্তি নিজেকে শরীফুল বলে দাবি করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

চলতি বছরের ১৮ জুন দিবাগত রাত ২টায় নিষেধাজ্ঞা অমান্য করে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত হয়ে উল্টোপথে পদ্মা সেতুতে উঠে সেতুর মাঝামাঝি চলে আসেন ব্যাটারিচালিত রিকশাচালক শরীফুল। বিষয়টি টের পেয়ে সেতুর নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করেন। এ সময় তিনি রিকশা রেখেই দৌড়ে পালাতে গিয়ে সেতুর ২১ নম্বর পিয়ারের কাছ রেলিং টপকে নদীতে ঝাঁপ দেন।

পরে নিরাপত্তা কর্মীরা রিকশাটি পদ্মা উত্তর থানায় নিয়ে আসেন। পুলিশ এই বিষয়ে সাধারণ ডায়েরি করে রিকশাটি জব্দ করে।

ঘটনার পর কয়েক দিন ধরে শরীফুলের খোঁজে নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। কিন্তু তার খোঁজ মেলেনি।

ঘটনার ৩ মাস ১০ দিন পর থানায় এক ব্যক্তি এসে দাবি করেন তিনিই সেই রিকশা চালক শরীফুল। এখনো তিনি বেঁচে আছেন।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন বলেন, এই দাবি শুনে বিস্মিত হই। আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত শেষে বলা যাবে ঘটনা আসলে কী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন