হোম আন্তর্জাতিক পদত্যাগের ৪ দিন পর আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্বে লেকর্নু

পদত্যাগের ৪ দিন পর আবারও ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্বে লেকর্নু

কর্তৃক Editor
০ মন্তব্য 66 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
পদত্যাগের মাত্র চার দিন পর আবারও ফ্রান্সের প্রধামন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন সেবাস্তিয়ান লেকর্নু। লেকর্নুকে দায়িত্ব নিতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। গত জেরে ৬ অক্টোবর পদত্যাগ করেছিলেন লেকর্নু। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতের দিকে এ ঘোষণা দেন মাখোঁ। এরপর এক বিবৃতিতে মাখোঁ জানান, সেবাস্তিয়ান লেকর্নুকেকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের পাশাপাশি তাঁকে সরকার গঠনেরও দায়িত্ব দেওয়া হয়েছে।

মাখোঁর সিদ্ধান্তে সম্মতি জানিয়ে এক্সে পোস্ট দিয়েছেন লেকর্নুও। পোস্টে তিনি বলেন, ‘চলতি বছরের শেষের দিকেই বাজেট পেশের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন ও সরকারি অর্থ পুনরুদ্ধারে অগ্রাধিকার দেবেন।’

এদিকে লেকর্নুকে পুনরায় দায়িত্ব দেওয়ায় রাজনৈতিক অস্থিরতায় টালমাটাল ফ্রান্সে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সরকার পতনে দৃঢ় প্রতিজ্ঞ বলে হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দলগুলো। অনাস্থা প্রস্তাব আনা হবে বলেও জানানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন