হোম ফিচার পদত্যাগ না করলে কষ্টদায়ক বিদায় অপেক্ষা করছে, প্রধানমন্ত্রীকে দুদু

রাজনীতি ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন করতে দেয়া হবে না। আর পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীর জন্য কষ্টদায়ক বিদায় অপেক্ষা করছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

দুদু বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার বিদেশে লবিং করছে। তবে শেষ রক্ষা হবে না, পশ্চিমা দেশগুলো তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দ্রুত সরকারকে পদত্যাগের আহ্বান জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, পদত্যাগ না করলে আপনার জন্য (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কষ্টদায়ক বিদায় অপেক্ষা করছে।

রাজপথে সব মীমাংসা হবে জানিয়ে দুদু বলেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো আর নির্বাচন হতে দেয়া হবে না। তত্ত্বাবধায়কের অধীনই আগামী নির্বাচন হবে। প্রয়োজনে রাজপথেই সব মীমাংসা করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন