হোম জাতীয় পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম

কর্তৃক Editor
০ মন্তব্য 54 ভিউজ

নিউজ ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ এবং তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মাহফুজ আলম।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে তারা প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগ পত্র জমা দেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে।

তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস উইং সন্ধ্যা সোয়া ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিং ডেকেছে। সেখানে বিষয়টি খোলাসা হতে পারে।

এর আগে নির্বাচনকে কেন্দ্র করে এই দুই উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শোনা যায়। বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ তার মন্ত্রণালয়ের কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান, তিনি নির্বাচনে অংশ নেবেন, তবে কোন দলের হয়ে বা কোন আসন থেকে প্রার্থী হবে তা তিনি পরে জানাবেন।
এছাড়া তিনি কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন বলেও জানান। আর পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রেস উইং জানাবে বলেও তিনি নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে তিনজন জায়গা পান। এর মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পান। আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের দায়িত্ব পান। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরে উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

অন্যদিকে মাহফুজ আলম শুরুতে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হন। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির দায়িত্ব নেন নাহিদ ইসলাম। পরে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন