হোম খুলনানড়াইল পতিত স্বৈরাচারের অনুসারীরা দেশকে অস্থিতিশীল করছে- নড়াইলে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় বক্তারা

পতিত স্বৈরাচারের অনুসারীরা দেশকে অস্থিতিশীল করছে- নড়াইলে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় বক্তারা

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

মোস্তফা কামাল:

সমাজে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের অনুসারীরা দেশকে অস্থিতিশীল করতে চুরি ছিনতাইসহ নানা অপরাধ সংঘোঠিত করে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র করছে  অভিমত ব্যক্ত করেছেন  আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নড়াইলে এক মতবিনিময় সভায় বক্তারা। 

রমজান আসন্ন ঈদ উপলক্ষে অপরাধ নিয়ন্ত্রনে সদর থানা পুলিশের উদ্যোগে গতকাল বিকালে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, বুদ্ধিজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ নানা শেনীপেশার মানুষ এতে অংশ নেন   সদর থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম সভাপতিত্ব করেন। 

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, জেলা জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আইয়ুব হোসেন খান, পৌর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, পুলিশ পিরিদর্শক মোঃ আলিমুজ্জমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত আহবায়ক আঃ রহমান মেহেদী, সাংবাদিক খায়রুল আরেফিন রানা, সাংবদিক সাইফুল ইসলাম তুহিনসহ অন্যন্যারা বক্তব্য দেন। বক্তারা, আইন শৃঙ্খলার বর্তমান অস্থিতিশীল অবস্থা মোকাবেলায় সমাজের সব শ্রেনীপেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, সমাজে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরাচারের অনুসারীরা দেশেকে অস্থিতিশীল করতে চুরি ছিনতাইসহ নানা অপরাধ সংঘোঠিত করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, কুচক্রী মহলের দেশবিরোধী   অপতৎপরতা রুখতে বক্তারা সকলকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগতার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন