হোম জাতীয় পটুয়াখালীতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

জাতীয় ডেস্ক :

কাতার ফুটবল বিশ্বকাপ উন্মাদনা ও আনন্দ ছড়িয়ে পড়ছে দেশের দক্ষিণের জেলা পটুয়াখালীতে। বিশ্বকাপ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি করেছে ব্রাজিল সমর্থকরা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী শহরের ঐতিহ্যবাহী সিঙ্গারা পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝাউতলা গিয়ে শেষ হয়।

র‌্যালিতে শিশু থেকে বৃদ্ধাসহ নানা বয়সের হাজার হাজার ব্রাজিল সমর্থক অংশগ্রহণ করেন। এসময় হাজারো কণ্ঠে ব্রাজিল ফুটবল দল বিজয়ের নানা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে শহরের জনপদ।

র‌্যালির নেতৃত্বে দিয়েছেন, শিক্ষক, ডাক্তার, রাজনীতি নেতাসহ নানা শ্রেণিপেশার মানুষ।

এ সময় আয়োজকরা বলেন, হাজার হাজার মাইল দূর থেকেও আমাদের দেশের মানুষের মাঝে ব্রাজিলের নাম হৃদয় সঞ্চারিত হচ্ছে। ব্রাজিল দলকে দূর থেকে উৎসাহিত করতে আমাদের এ আয়োজন।

খেলায় হার-জিত থাকবে। তারপরও কাতারের বিশ্বকাপের আনন্দ ও উন্মাদনা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এবার ব্রাজিল বিজয় হবে। এটাই আয়োজকদের প্রত্যাশা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন