হোম রাজনীতি পঞ্চগড়ে পাল্টাপাল্টি বিক্ষোভে শিক্ষার্থী-ছাত্রলীগ

পঞ্চগড়ে পাল্টাপাল্টি বিক্ষোভে শিক্ষার্থী-ছাত্রলীগ

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

রাজনীতি ডেস্ক:

কোটা সংস্কার দাবিতে পঞ্চগড়ে ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

এদিকে কলেজ গেটের মূল ফটকের সামনে জেলা ছাত্রলীগের বাধার সম্মুখীন হয় তারা। পরে সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অঙ্গীকার করলে সরে যায় ছাত্রলীগ। পরে মিছিল নিয়ে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কের চৌরঙ্গী মোড়ে গিয়ে কোটা সংস্কারের দাবি জানায় শিক্ষার্থীরা। প্রায় আধা ঘণ্টার এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

ছাত্র সমাজের ব্যানারে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন, ‘শিক্ষার্থী মাহবুব, সুমাইয়া বেগম, ঢাকা তেজগাঁও কলেজের শিক্ষার্থী সানের আয়োজনে ছাত্রদের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তবে প্রথম দিনের মতো এ কর্মসূচি পালন করলেও নতুন করে কোনো কর্মসূচি ঘোষণা করেননি আয়োজকরা।

এদিকে শিক্ষার্থীদের কর্মসূচির শেষের দিকে কোটা সংস্কার আন্দোলনের প্রতিবাদ জানিয়ে মকবুলার রহমান সরকারি কলেজ থেকে জেলা ছাত্রলীগের সভাপতি নোমান হাসান ও সাধারণ সম্পাদক প্লাবন পাটোয়ারীর নেতৃত্বে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন