হোম এক্সক্লুসিভ নয় বছরের শিশু ভ্যান ক্রয়ের টাকার জন্য করোনার মধ্যে যশোর থেকে সাতক্ষীরায়

নয় বছরের শিশু ভ্যান ক্রয়ের টাকার জন্য করোনার মধ্যে যশোর থেকে সাতক্ষীরায়

কর্তৃক
০ মন্তব্য 106 ভিউজ

জামালউদ্দীন:

চলছে করোনা ভাইরাসের রাম রাজত্ব।তবুও থেমে নেই মানুষের জীবন। জীবিকার তাগিদে এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশে নেই কোন বাঁধা।শিমুলের বয়স মাত্র ৯ বছর।পিতা অনেক আগে মারা গেছে।মা সুন্দরী বেগম যশোর জেলার চিংড়া গ্রামের মুন্তাজ মোড়েলের সাথে নতুন সংসার পেতেছে।শিশু শিমুল তাঁর নানী কাছে একই ইউনিয়নের কাস্তা গ্রামে বড় হচ্ছে।নানীর বর্তমান অবস্থা শয্যাশায়ী।

সংসার চলছে না।তাই এ বয়সে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়েছে।আজ ১৫ ই মে দুপুরে পাটকেলঘাটা বাজারে ভিক্ষা করতে দেখা যায়।এ সময় কথা হয় তাঁর সাথে।দু-ঠোটের ভাঁজে লালা জড়ানো। কথা বলার সময় মুখের থু -থু বের হয়ে আসছে।সে কি ভাবে যশোর থেকে সাতক্ষীরায় এসেছে জানতে চাইলে বলে ব্যাটারি ভ্যানে এসেছি।কোন বাঁধা নেই।হরহামেশেই বলে চলেছে আমার আব্বা নেই।মা অন্যের সাথে বিয়ে করে থাকে।

অসুস্থ নানীকে দেখাশুনা করি।ভিক্ষা করে ৯ হাজার টাকা জমিয়েছে।আর ৯ হাজার টাকা হলে সে আর ভিক্ষা করবে না।একটি ব্যাটারি ভ্যান কিনে তা দিয়ে সৎ ভাবে বেঁচে থাকতে চাই।এ সমাজের বিত্তবানরা ৯ বছরের শিশু শিমুলের ছোট্র চাওয়া একটি ভ্যান ক্রয় করে কি সৎ ভাবে জীবনধারণের অদম্য ইচ্ছা পুরুন করতে পারে না ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন