হোম অন্যান্যসারাদেশ নড়াইলের লোহাগড়ায় ১২ ফুট উচ্চতা গাঁজা গাছ সহ এক মাদক কারবারি আটক

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর মাউলী গ্রামের রতন সরদারের ছেলে বুলু সরদার( ৫৫) এর নিজ বাড়ি থেকে ১২ ফুট উচ্চতা একটি গাঁজার গাছসহ বুলু সরদার কে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।

বুলু সরদার দিঘলিয়া ইউনিয়নের, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশেষ সূত্রে জানা যায়,দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়াই তাকে পুঁজি করে বিশেষ ক্ষমতা বলে মাদক সেবন সহ মাদক বিক্রি করে আসছে।

পুলিশ সূত্রে জানা যায় গত ৬ জুলাই ২০২২ তারিখ গভীর রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে এস আই শাহ নেওয়াজ ও তার সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে গাঁজা গাছ সহ আটক করেছে মাদক সেবন ও মাদক ব্যবসায়ী বুলু সরদার কে।

জানা যায় বুলু সরদার দীর্ঘদিন যাবত মাদক সেবন ও বিক্রির করে আসছে,ও তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আরো জানাযায় বুলু সরদার দিঘলিয়া ইউনিয়নের মাউলী গ্রাম সহ আশপাশ এলাকায় মাদক সাপ্লাই দিয়ে আসছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আবু হেনা মিলন বলেন গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজা গাছ সহ একজন কে আটক করেছি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন