হোম অন্যান্যসারাদেশ নড়াইলের চিত্রানদীতে “সুলতান নৌকা বাইচ” প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর

নড়াইল অফিস:

নড়াইলের চিত্রানদীতে আগামী ১৪ অক্টোবর ঐতিহ্যবাহী সুলতান নৌকা বাইচ অনুষ্ঠিত হবে । ১৩ সেপ্টেম্বর (বুধবার)দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমুলক সভায় জানানো হয়। ঐ দিন দুপুরে চিত্রা নদীর শেখ রাসেল সেতু থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বরাবরের মতো পুরুষদের পাশাপাশি নারীরা নৌকা বাইচে অংশ নেবেন। প্রেস ব্রিফিং এ নৌকা বাইচ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিলা,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) স্বাশতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরী,চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান হাসান,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলুসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন