হোম Uncategorized নড়াইলের চাচুড়ীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ী লাইনের খালে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চাচুড়ী যুব সংঘের আয়োজনে নৌকাবাইচে ছোট-বড় মিলিয়ে ১২টি নৌকা অংশগ্রহণ করে।

দুপুর ৩টা থেকে শুরু হওয়া নৌকাবাইচ দেখতে খালের দুই পাড়ের ১ কিলোমিটার এলাকা জুড়ে ভিড় করে হাজার হাজার মানুষ । এসময় ঢেউয়ের কলতান, হেঁইওরে হেঁইও আর সারিবদ্ধ বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে উত্তাল দুই পাড়ের হাজারো দর্শকের করতালিতে উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। প্রচন্ড রোদ উপেক্ষা করে নৌকাবাইচ দেখতে আসে দুর দুরান্ত থেকে আসে দর্শনার্থীরা । তারা আশা করেন প্রতিবছরই যেন এমন উৎসবের আয়োজন করা হয়। বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে পেরে খুশি স্থানীয় ও দুর দুরন্ত থেকে দেখতে আসা দর্শনার্থীরা। নৌকা বাইচে চাচুড়ী গ্রামের প্রতিটি পরিবারে এনেছে উৎসবের ছোয়া। জামাই মেয়ে আতী¡য় স্বজনে ভরে উঠে প্রতিটি বাড়ি। নৌকাবাইচে প্রথম স্থান অধিকার করে ধাড়িয়াঘাটা গ্রামের নিতাই তরফদারের নৌকা, চাচড়ী গ্রামের নবীর গাজীর নৌকা ২য় স্থান অধিকার করে। প্রতিযোগিতায় ৩য় স্থান নির্ধারণসহ অংশগ্রহণকারী সবাইকে পুরস্কৃত করা হয়। প্রথম বিজয়ীকে পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি ও দ্বিতীয় বিজয়ীর হাতে ২৪ ইঞ্চি টেলিভিশন তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ন সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দার, কালিয়া পৌরসভার সাবেক মেয়র মুশফিকরু রহমান লিটন, কালিয়া উপজেলা যুবলীগের আহŸবায়ক রবিউল ইসলাম, যুগ্ন আহŸায়ক আশিষ ভট্টাচর্য। আয়োজক তৌরুত মোল্যা, ওসিকার রহমান ও ইমরুল শেখ জানান, আজ আমাদের ১৮তম নৌকাবাইচ অনুষ্ঠিত হলো। ভবিষ্যতে আরও বড় করে আয়োজন করার ইচ্ছে রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন