হোম অন্যান্যসারাদেশ নড়াইলের আইন শৃংখলা পরিস্থিতি ও পুলিশের নতুন নম্বর বিষয়ে পুলিশ সুপারের ব্রিফিং

নড়াইলের আইন শৃংখলা পরিস্থিতি ও পুলিশের নতুন নম্বর বিষয়ে পুলিশ সুপারের ব্রিফিং

কর্তৃক admin
০ মন্তব্য 174 ভিউজ

নড়াইল অফিস:

নড়াইলের আইনশৃংখলা পরিস্থিতি ও পুলিশের নতুন নম্বর বিষয়ে প্রেসব্রিফিং করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম। মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর)দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সামনে আইন শৃংখলা নিয়ন্ত্রনে নানা দিক তুলে ধরেন।

এসময় অরো উপস্থিত ছিলে অতিঃপুলিশ সুপার রিয়াজ ইসলাম(প্রশাসনও অপরাধ),অতিঃপুলিশ সুপার (সদর সার্কেল) শেখ ইমরান,ডি আই ও(১) এম এম ইকবাল হোসেন,ওসি(ডিবি) মো.নাসির,সদর থানার ওসি মো.ইলিয়াস হোসেন প্রমুখ।
আগামী ১ অক্টোবর থেকে জেলার পুলিশ কর্মকর্তা ও ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশ অফিসারদের নতুন মোবাইল নম্বর সমূহ উল্লেখ করে পুলিশ সুপার বলেন,জনগনের কাছ থেকে অপরাধের তথ্য পেতে স্থায়ীভাবে এই নম্বর সমূহ ভাল কাজ করবে। তিনি আরো বলেন নড়াইলে শতভাগ অপরাধ দমন করতে না পারলেও অনেক ক্ষেত্রে সফল হয়েছি। মানুষ এখন সমস্যা সমাধানে জন্য সরাসরি আমাদের কাছে সাহাস্য চাই। এখন আর কোন মাধ্যম ধরে আমাদের কাছে আসতে হয়না। এটা আমাদের একটা বড় পাওয়া ।

এ সময় নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, সাধারন সম্পাদক এ্যাডঃ আজিজুল ইসলাম,সাবেক সভাপতি মোস্তফা কামালসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন