নড়াইল অফিস :
মুজিবর্ষে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২১ উদ্যাপন উপলক্ষে‘খাদ্যের নিরাপদতা’শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিতহয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়ারুল ইসলামের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান। সভায় আলোচনা পত্র উপস্থাপন করেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নড়াইল জেলার সহকারি পরিচালক মো: শাকিল আহম্মেদ।
উপস্থাপিত আলোচনা পত্রের ওপর মতামত রেখে বক্তব্য দেন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপককুমার, জেলা ক্যাবের সাধারণসম্পাদক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান ও জেলা চেম্বর অবকমার্সের সভাপতি হাসানুজ্জামান প্রমুখ।
s