হোম অন্যান্যসারাদেশ নড়াইলে ৫লক্ষ টাকার চেক বিতরণ স্বেচ্ছাসেবি সংগঠনের মাঝে

নড়াইল অফিস :

নড়াইলে স্বেচ্ছাসেবি সংগঠনের মাঝে সাড়ে ৫লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। (১৪ সেপ্টেমবর )বুধবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদ থেকে প্রাপ্ত নড়াইল জেলার ২৪ টি স্বেচ্ছাসেবি সংগঠনের মাঝে এসব চেক বিতরণ করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকার, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ সুজাতউদ্দিন সহ সরকারি কর্মকর্তা, অনুদানপ্রাপ্ত স্বেচ্ছাসেবি সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন