হোম জাতীয় নড়াইলে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র ও মাগুরা-নড়াইল সঞ্চালন লাইনের ভিডিও কনফারেন্স আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নড়াইলে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র ও মাগুরা-নড়াইল সঞ্চালন লাইনের ভিডিও কনফারেন্স আনুষ্ঠানিক উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কর্তৃক
০ মন্তব্য 110 ভিউজ

নড়াইল অফিস:
নড়াইলে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র ও মাগুরা-নড়াইল সঞ্চালন লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্স এ নড়াইলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন।

নড়াইল শহরতলির মূলদাঁইড় এলাকায় ১শ ৩৫ কোটি টাকা ব্যায়ে, ৫০/৭৫ এমভিএ দু’টি ট্যান্সফরমারএ ৪০ থেকে ৫০ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন নড়াইল ১৩২/৩৩ কেভি এ আই এস (অ ও ঝ) গ্রিড সাবষ্টেশন’টি নির্মিত হয়েছে। এক বছর আগে এটি চালুর মধ্য দিয়ে নড়াইল জেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও দেশের অন্যান্য জেলায় নির্মিত গ্রিড উপকেন্দ্রর সঙ্গে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোন কালীন স্বাস্থ্য বিধি মেনে এ অনুষ্ঠানে জেলা প্রশাসক আনজুমান আরা/জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস,জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, এছাড়াও বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন