নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নলদীতে পারিবারিক প্রতিশোধ নিতে ১০ বছরের শিশু শাহিন হত্যার দায়ে একই পরিবারের ৫ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার(২০নভেম্বর) অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো.শাজাহান আলী এই রায় দেন। যাবজ্জীবন ছাড়াও প্রত্যেক আসামীকে ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, নলদী ইউনিয়নের কালাচানপুর গ্রামের সৈয়দ জাহাঙ্গীর ও তার দুই পুত্র সৈয়দ লিটন ও জাহিদুর রহমান মিঠু। একই গ্রামের ওমর আলীর পুত্র শিমুল মল্লিক ও তার মা শামীমা বেগম।
মামলার বিবরনে জানা যায়,কালাচাদপুর গ্রামের শওকত ফকির কয়েকবছর আগে জাকির মুন্সির কাছ থেকে ১৫শতক জমি ক্রয় করে। এই জমি নিয়ে বাধা সৃষ্টি করে প্রতিবেশী শিমুল মুন্সী। তারা ঐ জমিতে ঢুকতে বাধা দিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। এক পর্যায়ে শওকত ফকিরের শিশুপুত্র ৩য় শ্রেনীর শাহিন কে আরেক শিশু তামিম কে উস্কে দেয়। ২০ সেপ্টেম্বর শিশু তামিম শাহিনের মা বিনা বেগমের পানির কলসী তে লাথি মারে,ক্ষুব্ধ হয়ে বিনা বেগম শিশু তামিমকে চড় মারলে দুই পরিবারের পারিবারিক কলহ চুড়ান্ড রূপ নেয়। প্রতিশোধ নিতে আসামীরা শিশু শাহিন কে হত্যা করে হাত-পা বেধে পাশের ডোবায় ফেলে দেয়। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শিশু শাহিনের পচা লাশ উত্তোলন করে পুলিশ। এ ঘটনায় ২০১৫ সালের ১ অক্টোবর শিশু শাহিনের চাচা মিজানুর রহমান বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী এবং হত্যামামলা সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আদালত এই রায় দেন।