হোম খুলনানড়াইল নড়াইলে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল রোজিনা খাতুনের 

নড়াইলে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল রোজিনা খাতুনের 

কর্তৃক Editor
০ মন্তব্য 65 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল রোজিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধুর। সময় রোজিনার কোলে থাকা শিশু সন্তান মোটরসাইকেল চালক স্বামী আহত হন। বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারি) বিকেলে নড়াইলযশোর মহাসড়কে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় দূর্ঘটনা ঘটে। এলাকাবাসী আহতদের উদ্ধার নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোজিনা খাতুন প্রতিদিনের মতো শহরের ঝাউতলা মহিলা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ শেষে দুই বছরের শিশু কন্যা মাওয়াসহ দুপুর ১টার দিকে স্বামী খালিদ হোসেনের মোটরসাইকেলে নড়াইল পৌরসভার বিজয়পুর এলাকার তাদের বাড়ি ফিরছিলেন। পতিমধ্যে নিশিনাথতলা এলাকায় খালিদ একটি ভ্যানকে দ্রুতগতিতে পাশকাটাতে গিয়ে বৃষ্টিভেজা সড়কে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এতে মটর তারা তিনজনই ছিটকে পড়ে।  এতে তারা সকলে আহতে হলেও রোজিনা মাথায় আঘাত লেগে গুরুত্বর আহত হয়। অবস্থায় পথচারীরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষনা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন