নড়াইল অফিস :
বিশ^ বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে নড়াইলে দু সপ্তাহব্যাপী এস এস সুলতান মেলার দ্বিতীয় দিনে নারী-পুরুষের লাঠি খেলা প্রদর্শন ও কলা গাছে উঠা খেলা অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারী (রবিবার) বিকালে নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে গ্রামীণ এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান,নড়াইল ক্রিড়া সংস্থার কোষাধক্ষ্য আব্দুর রশীদ মন্নু প্রমুখ। লাঠি খেলা প্রদর্শন করেন নড়াইলে বাঁশগ্রাম ইউনিয়নের বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ লাঠিয়াল দলের ৩২ জন খেলোয়াড়। এ দলে নারী-পুরুষসহ বেশ কয়েকজন শিশু রয়েছে। খেলা দেখতে আসা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী মানুষের মিলন মেলায় পরিনত হয়। লাঠি খেলা শেষে কলা গাছে উঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে ১৪ দিনব্যাপী এ মেলায় আলোচনা সভা, বিভিন্ন গ্রামীন খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য একজন চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করা হবে। এ ছাড়া বিভিন্ন পণ্যের শতাধিক স্টল বসেছে এ মেলায়। আগামী ২০ জানুয়ারি মেলা শেষ হবে এই প্রানের উৎসব। এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
