নড়াইল অফিস :
নড়াইলে সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের ঋণ বিতরণ ও বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৭মে) স্থানীয় অভিলাষ কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালায় জেলার সকল সরকারী ও বেসরকারী ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও উর্দ্ধতন কর্মকর্তারা অংশগ্রহন করেন। বাংলাদেশ ব্যাংক খুলনা জোন এর তত্তাবধানে জেলার লীড পূবালী ব্যাংক লিমিটেড এই কর্মশালার ব্যবস্থাপনা করে।
পূবালী ব্যাংক লিমিটেড, নড়াইলের শাখা ব্যবস্থাপক জনাব চন্দ্রশেখর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা এর উপমহাব্যবস্থাপক শেখ শাহরিয়ার রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংক, খুলনা এর যুগ্ম পরিচালক এস, এম সফিউদ্দিন, পূবালী ব্যাংক লিমিটেড, খুলনার উপমহাব্যবস্থাপক ও অ ল প্রধান মোহাম্মদ আরিফুর রহমান, নড়াইল জেলা চেম্বার অব কমার্স এর সহসভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান।
কর্মশালার মূল আলোচনায় ছিলো সিএমএসএমই খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, বিদ্যমান উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণে গতিশীলতা আনা, নারী উদ্যোক্তা উন্নয়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ। এছাড়া কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্থ সিএমএসএমই খাতের জন্য ঘোষিত বিশেষ প্রণোদনা প্যাকেজের ২য় পর্যায়ের ঋণ বিতরণ ত্বরান্বিত করা। অনূষ্ঠানে সিএমএসএমই, নারী উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তার গণের মধ্যে মুক্ত আলোচনা ও ঋণ বিতরণ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই বাছাই কার্যক্রম পরিচালিত হয়।