নড়াইল প্রতিনিধি:
নড়াইলে শেখ রাসেল সেতুর ভিত্তি প্রস্থ ভাংচুর ও নাম পরিবর্তন করে শহীদ সালাউদ্দিন সেতু নামে নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়।
এ কর্মসূচির নেতৃত্বে দেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব শাফায়াত উল্লাহ,যুগ্ম সদস্য সচিব আমিরুল ইসলাম ও মেহেদী হাসান, মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুসহ আরো অনেকেই।
এ সময় বক্তারা বলেন,, নড়াইলের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ সেতু যেটা এতদিন এর নাম ছিল শেখ রাসেল সেতু। তার নাম পরিবর্তন করে ২৪ শে গণঅভ্যুত্থান ছাত্র জনতার যে আন্দোলনে শহীদ নড়াইলের লোহাগাড়া উপজেলার সালাউদ্দিন ভাইয়ের নামে নামকরণ করা হলো। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই নড়াইল সহ সারা বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট দোষরদের নামে কোন স্থাপনা থাকবে না।