নড়াইল অফিস :
নড়াইলে নানা কর্মসুচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৫ আগস্ট) সকালে কোরাআনখানি, মিলাদ মাহফিল, শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্মৃতিচারণ সভা, গাছের চারা বিতরণ, মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হয়।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমানসহ বিভিন্ন পেশার মানুষ।
দিনটি পালন উপলক্ষ্যে আওয়ামী লীগসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।