নড়াইল অফিস :
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের অধ্যক্ষকে জুতার মালা পরানোয় সরাসরি জড়িত থাকায় খুলনা মো.রহমাতুল্লাহ রনির ছাত্রত্ব বাতিল করা হয়েছে। ৬ জুলাই রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। মো.রহমাতুল্লাহ খুলনা বি এল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সম্মান চতুর্থ বর্ষের ছাত্র।
এছাড়া নেতিবাজক ভুমিকার কারনে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আখতার হোসেন কারন দর্শানো দেয়া হয়েছে। ঘটনার সময় নির্লিপ্ততার অভিযোগে কলেজের গভর্নিং বডিকে ও দ্রুত সময়ের মধ্যে কারন দর্শাতে বলা হয়েছে।
গত ১৮ জুন মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ছাত্র রাহুল দেব রায়ের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গোলযোগ বাধে। এক পর্যায়ে কলেজের অধ্যক্ষ শ্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে মুক্ত করা হয়।
এ ঘটনায় ২৮ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রধান ছিলেন খুলনার সরকারী বি এল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, কমিটির সদস্য সচীব জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আ স ম আবদুল হক, সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালওয়েশন দপ্তরের পরিচালক এ এস এম রফিকুল আকবর। ২৯ জুন খুলনা থেকে অভিযুক্ত মো.রহমাতুল্লাহ রনিকে গ্রেফতার করে নড়াইলের পুলিশ।
