নড়াইল অফিস :
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে শিক্ষক দিবস পালিত হয়েছে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে শহরের সুলতান মঞ্চ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।
এসময় বক্তব্য দেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রবিউল ইসলাম, জেলা শিক্ষা অফিসার এস এম সায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হুমায়ুন কবীর, আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লীক প্রমূখ। এসব কর্মসূচিতে পাঁচ শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।
