নড়াইল প্রতিনিধিঃ
একটি সংযোগ সড়কের অভাবে নড়াইলে হাজার কোটি টাকা ব্যায়ে স্টেশন নির্মিত হলেও রাস্তার অভাবে যাত্রী সেবা ব্যহত হবে। যাত্রীদের রেল সেবা নির্বিঘœ করতে ও শহরকে যানজট মুক্ত রাখতে সংযোগ সড়কের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৯ ডিসেম্বর বৃহসপতিবার দুপুরে আদালত সড়কে নড়াইলবাসীর আয়োজনে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়। ঘন্টাব্যাপি এই মাবববন্ধনে শতাধিক নারি পুরুষ উপস্থিত ছিলেন । এ সময় বক্তব্য দেন নড়াইল উন্নয়ন আন্দোলনের আহবায়ক শরীফ মুনির হোসেন,রাজনীতিবিদ আনোয়ার হোসেন,সচেতন নাগরিক সমাজের সভাপতি কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা শফিউল্লাহ ,সাংস্কৃতিক কর্মী ইমান আলী মিলন প্রমুখ। #