হোম খুলনানড়াইল নড়াইলে শহরকে যানজট  মুক্ত রাখতে সংযোগ সড়কের দাবিতে মানববন্ধন  ও  স্মারক  লিপি প্রদান

নড়াইলে শহরকে যানজট  মুক্ত রাখতে সংযোগ সড়কের দাবিতে মানববন্ধন  ও  স্মারক  লিপি প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ

একটি সংযোগ সড়কের অভাবে নড়াইলে হাজার কোটি টাকা ব্যায়ে স্টেশন নির্মিত হলেও রাস্তার অভাবে যাত্রী  সেবা ব্যহত হবে। যাত্রীদের রেল সেবা নির্বিঘœ করতে শহরকে যানজট  মুক্ত রাখতে  সংযোগ সড়কের দাবিতে মানববন্ধন    জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপলক্ষ্যে ১৯ ডিসেম্বর বৃহসপতিবার দুপুরে আদালত সড়কে নড়াইলবাসীর আয়োজনে মানববন্ধন স্বারকলিপি প্রদান করা হয়। ঘন্টাব্যাপি এই মাবববন্ধনে শতাধিক নারি পুরুষ উপস্থিত ছিলেন সময় বক্তব্য দেন নড়াইল উন্নয়ন আন্দোলনের  আহবায়ক শরীফ মুনির হোসেন,রাজনীতিবিদ আনোয়ার হোসেন,সচেতন নাগরিক সমাজের সভাপতি কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা শফিউল্লাহ ,সাংস্কৃতিক কর্মী ইমান আলী  মিলন প্রমুখ। #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন