নড়াইল অফিস :
নড়াইল কালিয়া সড়কের ভবানীপুর মাধ্যমিক স্কুলের সামনে শতবর্ষী বিভিন্ন গাছ কাটার প্রতিবাদে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন নড়াইল জেলা শাখা ও ভবানীপুর এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নড়াইল কালিয়া সড়কের ভবানীপুর মাধ্যমিক স্কুলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন এলাকার সমাজ সেবক শরীফ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব শাহ আলম, সভাপতি খন্দকার শওকত হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ন কবীর প্রমুখ।
বক্তারা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশে গাছ লাগানোর জন্য বলছে, তখন নড়াইল কালিয়া সড়কে পার্শ্বের বিভিন্ন গাছ নড়াইল জেলা পরিষদ নিলামের মাধ্যমে বিক্রয় করেছে। কিন্তু ভবানীপুর স্কুলের সামনের গাছ স্কুলের জায়গায় স্কুল কতৃপক্ষ লাগিয়ে ছিল।
কিন্তু জেলা পরিষদ কোন রকম আলাপ আলোচনা ছাড়াই শতর্বষী এ গাছগুলি নিলামে বিক্রয় করেছে । কোন ভাবেই এলাকাবাসী এ গাছ কাটতে দিবেনা। উল্লেখ্য, এ ভবানীপুর থেকেই ১৯৭১ সালে নড়াইল মুক্ত করার সমস্ত রকম পরিকল্পনা করা হয়েছিল।