হোম খুলনানড়াইল নড়াইলে রঙ্গীন বাই-সাইকেল পেয়ে খুশী স্কুল পড়ুয়া কিশোরী

নড়াইলে রঙ্গীন বাই-সাইকেল পেয়ে খুশী স্কুল পড়ুয়া কিশোরী

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ
বিশেষ প্রকল্পের অংশ হিসেবে ক্ষুদ্র-নৃগোষ্ঠির কিশোরীদের দেয়া হলো বাই-সাইকেল। এই কিশোরী শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সুবিধা সহ নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সামনে এগিয়ে আনার এই প্রকল্পের মাধ্যমে ২০জনকে বাই-সাইকেল প্রদান করে নড়াইল সদর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার(১৯ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা চত্বরে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কিশোরীদের মাঝে সাইকেল হস্তান্তর করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। এ সময় শিক্ষার্থীদের স্বজন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাড়ি থেকে স্কুলে যেতে বাইসাইকেলে সহজ হবে ,কষ্ট কম হবে বলে জানান,জেলার দিঘীরপাড়,গোহাট খোলা,মহিষখোলা এলাকার সমতলের আদিবাসী এই কিশোরীরা সাইকেল পেয়ে খুবই খুশী। সাইকেলেরে শখ থাকলেও পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় ইচ্ছা পুরণ করতে পারেনি । এখন এই সাইকেল পেয়ে আমরা অনেক খুশি।

সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ^াস বলেন, ৩র্থ ও ৪র্থ পর্যায়ে মেয়েদের মাঝে ২০ টি সাইকেল উপহার দিতে পেরেছি। ৬ষ্ট থেকে দশম শ্রেণীতে পর্যন্ত যারা পড়ে তাদেরকে বাচাই করে এই সাইকেল দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন