হোম ফিচার নড়াইলে যুব মহিলা লীগের সম্পাদকের বিরুদ্ধে পদ নিতে অর্থ দাবির কল রেকডিং ভাইরাল

নড়াইল অফিস :

নড়াইলের কালিয়া উপজেলা যুবমহিলা লীগের সম্মেলন আগামীকাল (বৃহস্পতিবার) ১৭ নভেম্বর। আর এ সম্মেলনকে সামনে রেখে পদ দেয়ার কথা বলে অর্থ দাবির অভিযোগ উঠেছে জেলা মহিলা যুবলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিলিনা খানম মিলি (মিলি সিদ্দিকী)র বিরুদ্ধে। মঙ্গলবার প্রার্থীর স্বামীর কাছে অর্থ দাবির বক্তব্যটি ফেসবুকে ভাইরাল হয়।

জানাগেছে, নড়াইলের কালিয়া উপজেলা যুব মহিলা লীগের সম্মেলনকে সামনে রেখে পদ বানিজ্যের অভিযোগ উঠেছে। কালিয়া উপজেলা পুররুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের বাসিন্দা সাধারন সম্পাদক প্রার্থী ইকবাল হাসানের স্ত্রী মাসুরা বেগম। বিষয়টি নিয়ে জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদকের সাথে দেখা করতে গেলে জানায় সভাপতি-সম্পাদক প্রার্থী হওয়ার দরকার নেই। ও গুলো রেডি আছে। সাংগঠনিক সম্পাদক প্রার্থী হতে বলে। সাংগঠনিক সম্পাদক প্রার্থীর জীবন বৃত্তান্ত জমা দেন। মঙ্গলবর(১৫ নভেম্বর) মাসুরার স্বামী ইকবাল হাসানের কাছে ফোন করে ১৫-২০ হাজার টাকা দাবি করেন সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ার জন্য। টাকা না দিলে পদ দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন।

প্রার্থী মাসুরার স্বামী ইকবাল হাসান বলেন, আমার স্ত্রী দির্ঘদিন যাবৎ রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডে নিয়মিত অংশগ্রহন করে আসছে। আর এখন কমিটি গঠনের সময় এসে টাকা দাবি করা দুঃখজনক। অর্থের বিনিময়ে কমিটিতে যাওয়ার ইচ্ছা নেই বলেও জানান তিনি।

জেলা মহিলা যুবলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিলিনা খানম মিলি অবশ্য কমিটিতে পদ দেয়ার জন্য নয় সম্মেলনের খরচের জন্য টাকা চাওয়ার কথা স্বিকার করেছেন।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সংগঠনে অর্থের মিনিময়ে পদ-পদবি দেওয়ার সুযোগ নেই। সংগঠনের পদ-পদবি বিক্রীর সুনিদিষ্ট অভিযোগ পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন