হোম অন্যান্যসারাদেশ নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মাহান স্বাধীনতা দিবস পালিত

নড়াইল অফিস :

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি নানা আয়োজনে ২৬ মার্চ মাহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভসহ পর্যায়ক্রমে অন্যান্য বদ্ধভ’মি গনকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জেলা প্রশাসন মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পৌর মেয়র আন্জুমান আরা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলও এর বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠন, বিভিন্ন সরকারি বিভাগ ও দপ্তর, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন্ শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে উপস্থিত সবাই দোয়া করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন