নড়াইল অফিস :
নড়াইলে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। ২৯ ডিসেম্বর বিকেলে ডাঃ এস সোহানী ট্রাষ্টের পক্ষ থেকে এসব শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
নড়াইল সদর উপজেলার চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও লোহাগড়া উপজেলা নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীতে ১ম, ২য়, ৩য় এবং সবোর্চ্চ নম্বরপ্রাপ্ত মেধাবী অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে বৃত্তি হিসেবে নগদ অর্থ ও বই উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ফারহানা রেজা, অ্যাডভোকেট সৈয়দ ইকবাল মোস্তফা, চন্ডিবরপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধ্রুব কুমার ভদ্রা, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট গাউসুল আজম মাসুম সহ অনেকে।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
