হোম খেলাধুলা নড়াইলে মাশরাফির বঙ্গবন্ধু টি- ২০ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

নড়াইল অফিস :

নড়াইল ২ আসনের সংসদ সদস্য, সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার উদ্যোগে আয়োজিত বিজয় দিবস বঙ্গবন্ধু টি- ২০ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে নড়াইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। টুর্নামেন্টএ অংশগ্রহনকারি প্রতিটি দল নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমান দিতে সারাদিন ব্যস্ত কঠোর অনুশীলনে। চলছে মাঠ প্রস্তুতি। প্রথমবারের মতো নড়াইলে এতো বড়ে আয়োজনে উৎফুল্ল ক্রিকেট অনুরাগী এলাকাবাসী।

২৯ ডিসেম্বর মঙ্গলবার সন্ধায় নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বাধনী অনুষ্ঠিত হবে। উদ্বোধন করবেন ক্রিকেটার মাহমুদুউল্লাহ রিয়াদ। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত থাকবেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে থাকবেন, জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোঃ জসীমউদ্দিন পিপিএম (বার), নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি, এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস প্রমুখ।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে আগামীকাল ৩০ ডিসেম্বর নড়াইলের ইতিহাসে ক্রিকেটের এই সেরা আসর। মাশরাফীর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনসহ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, নন্দিত চিত্রকর এস এম সুলতান, জারী সম্রাট মোসলেম উদ্দিন এবং বিজয় সরকার, জেলার এ’কজন খ্যাতিমান ব্যক্তিত্বর নামে গঠিত মোট পাঁচটি ক্রিকেট একাদশ টুর্নামেন্টএ অংশ নিচ্ছে। প্রতিযোগিতাকে সামনে রেখে শেষ সময়ের অনুশীলনে ব্যস্ত সময় পার করছে প্রতিযোগিদলগুলো।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে প্রতিদিন সকাল ৯টা থেকে অনুশীল শুরু হয়। প্রতিটি টিমের কোচ এর নিবিড় তত্বাবধানে শুরুতে ওর্য়ামআপ পরে বেটিং, ফিল্ডিংসহ বিভিন্ন সেসন এ সামান্য বিরতি দিয়ে প্রায় সারা দিনই চলছে কঠোর অনুশীলন। এ দিকে, সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দিতে মাঠ প্রস্তুতিতেও ব্যস্ততার শেষ নেই। ভালো অনুশীলনের মাধ্যমে নিজেদের কাঙ্খিত সাফল্যের ব্যাপারে আশাবাদি খেলোয়াড়রা। অন্য দিকে আয়োজনকে ঘিরে উচ্ছসিত স্থানীয়রা । নড়াইলের ক্রিকেটের মান উন্নয়নে মাফরাফীর এ উদ্যোগে খুশি ক্রিকেট সংগঠকরাও ।
নড়াইলের স্থানীয় ৫টি ক্রিকেট একাদশের অংশ গ্রহনে ৩০ ডিসেম্বর খেলা শুরু হয়ে ১২ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন