হোম অন্যান্যসারাদেশ নড়াইলে মালবোঝাই ট্রলি উল্টে কিশোর হেলপার নিহত

নড়াইল অফিস :

নড়াইলে মালবোঝাই ট্রলি উল্টে কিশোর হেলপার নিহত হয়েছে। বুধবার দুপুরের দিকে কালিয়া পৌরসভার উথোলী পেট্রলপাম্পের পাশে কালিয়া-বারইপাড়া আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দূর্ঘটনা কবলিত ট্রলিটি নড়াইল যাওয়ার উদ্দেশ্যে কালিয়ার বারইপাড়া খেওয়াঘাট থেকে সিমেন্ট ও ইটের খোয়া বোঝায় করে। পরে ট্রলিটিতে জ্বালানি তেলের সংকট দেখা দেয়ায় চালক তেল নিতে উথোলী পাম্পে যায়। পাম্প থেকে তেল নিয়ে ফেরার সময় চালকের অসাবধনতায় ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে দূর্ঘটনা ঘটে। এতে হেলপার কিশোর সজিব শেখ এর নীচে চাপা পড়ে গুরুত্বর আহত হয়। এ অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেল দায়িত্বরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষনা করেন। সজিব কালিয়া পৌর এলাকার সীতারামপুর গ্রামের রুলু শেখের ছেলে। তার মৃত্যুর খবরে স্বজনরা হাসপাতালে ছুটে আসে। এ সময় তাদের আর্তনাদ আহাজারিতে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন