নড়াইল অফিস :
নড়াইলে একটি মাদক মামলায় এক জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) সকালে এ রায় ঘোষণা করেন নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান।
কারাদণ্ড প্রাপ্ত আসামীর নাম মো. রেজাউল ইসলাম সে যশোর জেলার বেনাপোল থানাধীন বালুন্ডা পূর্বপাড়া গ্রামের গোলাম কুদ্দুস মোল্যার ছেলে। এছাড়াও তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে,গত ২০১৩ সালের ১৩ অক্টোবর নড়াইল জেলা পুলিশের একটি দল নড়াইল সদর উপজেলার সিংগাসৈলপুর দক্ষিণপাড়া পাকা রাস্তার উপরে বিভিন্ন যানবাহন তল্লাশি করেন পরে বেলা সাড়ে ১২ টার দিকে যশোর -এন ১১-০৫৯৪ গাড়ি থামিয়ে যাত্রী তল্লাশি করেন পরে আসামি রেজাউল ইসলাম কে সন্দেহ জনক মনে হলে তাকে গাড়ি থেকে নামিয়ে তার হাতে থাকা কালো রঙের ব্যাগ তল্লাশি করে ৫২ বোতল (৫.২ কেজি) ফেনসিডিল উদ্ধার করে এবং তাকে আটক করে পুলিশ। ওইদিন নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত। এছাড়াও জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।