নড়াইাল অফিস :
নড়াইলে বিয়েতে গিয়ে বরযাত্রি রেখে গাড়ী ছেড়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫জন আহত হয়েছে। রবিবার(৩০অক্টোবর) সকাল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৮অক্টোবর (শুক্রবার) বাগডাঙ্গা গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে নয়ন মোল্যার বিয়েতে মোল্যা বংশের লোকজন ছাড়াও গ্রামের মিনা বংশের লোকজনও বরযাত্রী যায়। একই উপজেলার আউড়িয়া গ্রামে বিয়েও খাওয়া দাওয়া শেষে অধিকাংশ বরযাত্রি গাড়িতে চড়ে বাড়ি ফিরলেও মিনাবাড়ির কয়েক জন বিয়েবাড়ি থেকে যায়।
এ নিয়ে মোল্যা ও মিনা বংশের মধ্যে বিরোধ, বাগবিতন্ডা গালিগালাজ পর্যন্ত গড়িয়ে সেদিন থেমে গেলেও মনে মনে ক্ষোভ পুশে রাখে। রবিবার সকালে মোল্যারা দেশীয়অস্ত্রসস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে মিনাদের উপর চড়াও হয়। মিনারা তাদের উপর অতর্কিত এ হামলা প্রতিহত করতে গেলে দুই বংশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিন নারীসহ উভয়পক্ষে অন্তত ১৫জন আহত হয়। স্বজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
এ ব্যপারে সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার হবে।
