নড়াইল অফিস:
নড়াইলে খুচরা এবং পাইকারী বাজার মনিটরিং করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার(২০সেপ্টেম্বর) দুপুরে পুরাতন টার্মিনাল কাচাবাজার এবং রূপগঞ্জ পাইকারী বাজার মরিটরিং করে কাচামালের দামের অসামঞ্জস্য পায় আদালত। এসময় ৩ পাইকারী ও ২ খুচরা বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিবু পদ দাস অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত জানায়, খুচরা এবং পাইকারী বাজারে পেয়াজ,আলু সরকারী দামের চেয়ে বেশী দামে বিক্রি হচ্ছে। বাজারে কোন মূল্য তালিকা নাই। বাজারে অবস্থা তেমন উন্নতি না হওয়ায় এই জরিমানা শাস্তির বিধান দেয়া হয়েছে। মনিটরিং অব্যাহত থাকবে।