হোম অন্যান্যসারাদেশ নড়াইলে বাংলাদেশ বাইচ নৌকা সংরক্ষন সংগ্রাম কেন্দ্রীয় কমিটির আয়োজনে প্রতিনিধি সম্মেলন

নড়াইল অফিস:

“আবহমান বাংলা সংস্কৃতির ঐতিহ্য নৌকা বাইচ রক্ষা করো, জমাবিহীন পেনশন ও পূর্ণ রেশনিং ব্যবস্থার দাবি কর” এই শ্লোগানে নড়াইলে বাংলাদেশ বাইচ নৌকা সংরক্ষন সংগ্রাম কেন্দ্রীয় কমিটির আয়োজনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে জেলাক্লাবে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ক্ষেতমজুর ইউনয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. নজরুল ইসলামের সভাপতিত্বে ক্ষেতমজুর ইউনয়নের নেতা মোঃ শাহজাহান, সাবেক নড়াইল সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান স্বপ্না সেন, বাংলাদেশ বাইচ নৌকা সংরক্ষন সংগ্রাম কমিটির সদস্য মোঃ ইলিয়াছ হোসেন, অরুন বিশ্বাস, অপুর্ব রায়, আছাদ মোল্যাসহ গোপালগ , মাগুরা, মাদারীপুর, ঝিনেদাহ, খুলনা, বাগেরহাট ও স্বাগতিক নড়াইলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।

সভাপতির বক্তব্যে এড. নজরুল ইসলাম বলেন, আবহমান বাংলার ও বাঙালির সংস্কৃতির ঐতিহ্যের নৌকা বাইচ এর নৌকা গুলিকে সংরক্ষন এবং মাঝি মাল্লা, নিন্মবিত্ত কৃষক, খেতমজুর গতরখাটা শ্রমজীবী সহ নিন্ম ও মধ্যবিত্ত মানুষের জীবন মান উন্নয়ন জন্য সচেষ্ঠ থাকবে, তাদের অধিকার আদায়ের লড়াই সরকারের কাছে অব্যাহত দাবী রাখতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন