নড়াইল প্রতিনিধি :
নড়াইলে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব-এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র, অসহায় ও দু:স্থ মহিলাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সেলাই মেশিন ও অনুদান বিতরণ এবং আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের আয়োজনে প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা মহিলাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সেলাই মেশিন ও অনুদানের টাকা তুলে দেন।
জেলার তিন উপজেলার মোট ১৮ জন মহিলাকে ১৮টি সেলাই মেশিন এবং ২০ জনকে ২ হাজার করে ৪০হাজার টাকা অনুদান দেয়া হয়।
এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইললের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুমি মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।