হোম অন্যান্যসারাদেশ নড়াইলে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ

নড়াইল অফিস:

নড়াইলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অসহায় প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল,সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমি রাণী মজুমদার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সহ আরো অনেকেই।

আলোচনা সভা শেষে অসহায় প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলায় মোট ২৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়। এর মধ্যে নড়াইল সদরে ১৭ জন, লোহাগড়ায় ৪ জন এবং কালিয়ায় ৪ জন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন