হোম খুলনানড়াইল নড়াইলে প্রার্থীতা প্রত্যাহার করলেন চন্দনা হক

নড়াইল অফিস:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাড়ালেন নড়াইল-১ আসনের বর্তমান এমপি ও আ’লীগ মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তির স্ত্রী মিসেস চন্দনা হক। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৩টায় কালিয়া প্রেসক্লাব হল রুমে এক সাংবাদিক সম্মেলনে তিনি তাঁর প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।

এ সময় তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরেও কৌশলগত কারণে আমি (চন্দনা হক) স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। জন্মগতভাবে আমি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। তাই আমার স্বামীর জন্য বিগত দিনের মত দলীয় প্রতীক নৌকার ভোট প্রার্থনায় ব্যস্ত থাকার কারণে এবং শেখ হাসিনার সিদ্ধান্তের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সংসদ সদস্য প্রার্থী বি.এম.কবিরুল হক মুক্তি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হারুনার রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোল্যা ইমদাদুল হক ও মাকলুকার চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বি.এম. কবিরুল হক মুক্তি ও চন্দনা হককে ফুলেল শুভেচ্ছা জানান কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন