নড়াইল অফিস :
নড়াইলে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তার প্রতিবেশীর বাড়ির যাতায়াতের পথে কাঁটা-ডালপালা দিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। গত ২৮ জুলাই মঙ্গলবার বিকেলে পরিবারটিকে এই ভাবে অবরুদ্ধ করে রাখা হয়। অবরুদ্ধ কালিয়া উপজেলার নোয়াগ্রামের ভ‚ক্তভোগী আবুকবর সিদ্দিক মোল্যাও তার পরিবার প্রশাসনের নিকট তাদের প্রতি এই অন্যায়ের প্রতিকার চেয়েছেন।
আবুকবর সিদ্দিক জানান, তার ৩০বছরের ভোগদখলীয় বসতবাড়িতে আসা যাওয়ার রাস্তাটি, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোল্যা ইমদাদুল হক হঠাৎ করে নিজের জায়গা দাবি করে মঙ্গলবার বিকেলে বন্ধ করে দেন।
লোকজন নিয়ে রাস্তার মাঝ বরাবর ডালপালা ও কাঁটা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে বাড়ি থেকে বের হতে না পেরে আমরা এক প্রকার বন্ধি জীবনযাপন করছি। ভূক্তভোগীদের দাবি, তাদের বৈধ জমিজায়গা জবরদখল করতেই তাদের জ্ঞাতী ইমদাদুল হক এ কান্ড ঘটিয়েছেন।
এ দিকে, মোল্যা ইমদাদুল হক তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বিরোধীয় জায়গা তিনি কিনেছেন বলে দাবি করেন। এবং আপস মিমাংসায় জায়গা ছেড়ে দিতে তিনি রাজি আছেন।