নড়াইল প্রতিনিধি:
নড়াইলে পৃথক দুটি হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। দুপুরে এই মামলার রায় প্রদান করেন চিফ জুডিশিয়াল আদালতের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ শারমিন নিগার । ২০২৩ সালের জানুয়ারি মাসে নড়াইল সদরের ভওয়াখালী গ্রামের ইয়াসিন মোল্যা হত্যা মামলায়, নড়াইল শহরের চাদপুর গ্রামের মোঃ হাসিব খানকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদন্ডাদেশ আদেশ দেন। এ মামলায় মোট ৭ জন আসামী ছিলেন, অপর আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন বিচারক। এসময় যাবজ্জীবন দন্ডাদেশপ্রাপ্ত আসামী মোঃ হাসিব খান আদালতে উপস্থিত ছিলেন।
অপর মামলায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিনুর রহমান ২০০৯ সালে জুলাই মাসে নড়াইল সদরের হামিদা বেগম (৩৭) কে হত্যার দায়ে স্বামী ইব্রাহিম মোল্যাকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস কারাদন্ডের আদেশ দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইব্রাহিম মোল্যা বর্তমানে পলাতক রয়েছেন। এ মামলায় মোট ৬ জন আসামী ছিলো, অপর আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন বিচারক।