নড়াইল অফিস :
নড়াইলে পারিবারিক কলহের জেরে এক গৃহবধু শিশু সন্তানদের নিয়ে বিষপানে অন্তহনন চেষ্টা চালিয়েছে। বিকেলে শহরের ভওয়াখালী এলাকায় শিউলী নামে ঐ নারী এ ঘটনায়। এতে অসুস্থ ঐ নারী ও তার দুই সন্তানকে সদর হাসপাতালে ভর্তিকরা হয়েছে।
স্বজনও স্থানীয়রা জানায়, সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে হোটেল বার্বুচি মিন্টু গাজীর সঙ্গে তার স্ত্রী শিউলীর ঝগড়া বিবাদ লেগে থাকে। বুধবার সকালেও তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে মিন্টু স্ত্রীকে মারপিট করে।
ঐ ঘটনার জেরে স্বামী মিন্টু কাজে বেরিয়ে গেলে শিউলি দুই সন্তানসহ আত্মহননের উদ্দেশ্যে আগাছা নাশক কিনে এনে নিজে খায় এবং ৯বছর বয়সী ছেলে রাব্বী ও ৪বছরের মেয়ে ইলমাকে জুসের সঙ্গে মিশিয়ে পান করায়। পরে তারা অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশিরা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তিকরা হয়েছে। তাদের অবস্থা শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসক জানিয়েছে।