নড়াইল অফিস :
নড়াইলে পাওনা মাত্র ১০০০টা ফেরত চাওয়ায় দেনাদারের ছুরিকাঘাতে এক টাইল ব্যবসায়ীর প্রান হারাবার উপক্রম হয়েছে। বুধবার (২২ডিসেম্বর) সকালে নড়াইল শহরের রামকৃষ্ণ আশ্রম রোডে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
পারভেজ মোল্যা নামে মুমুষূ ঐ ব্যবসায়ীকে উদ্ধার করে নড়াইল সদর হাপতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংকটাপন্ন অবস্থায় খুলনা নেয়া হয়েছে। পুলিশ ঘটনায় জড়িদের ধরতে চেষ্টা করছে ।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাগেছে, রামকৃষ্ণ আশ্রম রোডে মেসার্স লামিয়া টাইলস কর্ণারের মালিক পারভেজ মোল্যার নিকট থেকে পার্শ্ববর্তী জিন সেন্টারের কর্মচারি সুজাল মোবাইল ফোন বন্ধক রেখে ১০০০ টাকা ধার নেয়। সুজাল তার সহযোগী সজিবকে নিয়ে বুধবার সকালে লামিয়া টাইলস কর্ণারে গিয়ে পারভেজের নিকট মোবাইল ফোন ফেরত চায় কিন্তু দোকনী পারভেজ পাওনা টাকা না পেলে মোবাইল দিতে অস্বীকার করে।
এ নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে সুজালের সহযোগি সজিব নিজের কাছে লুকানো ছুরি বের করে পারভেজের বাম পাজরে বিদ্ধ করে। আঘাতের ফলে রক্তাক্ত পারভেজ মাটিতে লুটিয়ে পড়লে সুজাল ও সজিব পালিয়ে যায়।
পরে দোকানের কর্মচারি ও আশপাশের লোকজন মুমুর্ষূ পারভেজকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে খবর পেয়ে পুলিশ সুপার প্রবীর কুমার রায় পারভেজকে দেখেতে হাসপাতালে যান।
সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা তাকে উচ্চত্বর চিকিৎসার জন্য অন্যত্র নেয়ার পরামর্শ দিলে পারভেজকে প্রথমে যশোর সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে স্বজনরা পরে পারভেজকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। ছুরিকাঘাতে পারভেজের ফুসফুস বিদির্ণ হয়েছে বলে চিকিৎসক ধারনা কর।
