হোম অন্যান্যসারাদেশ নড়াইলে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে বালি সরবরাহ কারীদের ঠকানোর অভিযোগ উঠেছে

নড়াইল অফিস :

নড়াইলে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে বালি সরবরাহ কারীদের ঠকানোর অভিযোগ উঠেছে। চুক্তি মোতাবেক যথাযথ পরিমানে বালি সরবরাহ করলেও স্লিপে কম পরিমানে উল্লেখ করে, স্থানীয় বালু সরবরাহকারিদের ঠকানোর অভিযোগ চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি’র সাব কনট্রাকটর ওলান ওরফে লোমার বিরুদ্ধে।

পরিমান অনুযায়ী বিল না দিয়ে, লোমার প্রতিনিধি উদ্দেশ্য মূলকভাবে নিজেরা লাভবান হতে খেয়ালখুশি মতো কম বিল দেয়ার ফলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে ব্যবসায়ীরা অভিযোগ । লোমার স্থানীয় প্রতিনিধির দাবি চুক্তি অনুযায়ী কিছু ট্রাকে বালু ছিলনা না তাই তাদের কম বিল দেয়া হয়েছে। বর্তমানে কঠিক ভাবে বিল দেয়া হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, লোমার সঙ্গে চুক্তি অনুযায়ী রেল প্রকল্পের নড়াইল শহর সংলগ্ন ৩৯ থেকে ৪৫ নাম্বার পয়েন্টে ট্রাক প্রতি ৫৭৬ স্কয়ার ফিট বালু সরবরাহ করার কথা থাকলেও তারা বরাবর প্রতি ট্রাকে এর থেকে পরিমানে বেশি বালু সরবরাহ করে আসছেন।

এর আগে তারা সঠিক ভাবে বিল পেলেও সম্প্রতি লোমার দায়িত্বপ্রাপ্ত চায়না প্রতিনিধি ট্রাকে বালু কম আসছে, এই অজুহাত দেখিয়ে সম্পূর্ণ অন্যায় ভাবে প্রতি ট্রিপে অন্তত ৬০/৭০ স্কয়ারফিট বালুর মূল্য কেটে নিচ্ছে।

প্রকল্পের উল্লেখিত পয়েন্টে প্রতিদিন বালু সরবরাহকারি দুই শতাধিক ট্রাক থেকে এ ভাবে কয়েক লক্ষ টাকা কেটে নেয়া হচ্ছে। ব্যবসায়ীরা সংশ্লীষ্ট উর্দ্ধতন কৃতপক্ষের নিকট এ সেচ্ছাচারীতার প্রতিকার দাবি করেছে। এদিকে কতৃপক্ষ বলছে, সঠিক ভাবে পরিমাপ সাপেক্ষে বিল পরিষোধ করা হচ্ছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন