নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে নিজেদের ব্যানার পোষ্টার সরিয়ে শহর পরিচ্ছন্নে ব্যতিক্রমি উদ্যোগ নিলো বিএনপি। বিএনপির সদর পৌর শাখার কাউন্সিলকে ঘিরে শহর জুড়ে এসব ব্যানার পোষ্টার স্থাপন করা হয়েছিল। কাউন্সিল সম্পন্ন হওয়ার পরদিন রবিবার (১৯জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে জেলা পরিষদের সামনে দলীয় নেতাকর্মীরা এ কর্মসূচি হাতে নেয়।
নড়াইল সদর পৌর বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রত্যক্ষ ভোটের আয়োজন করা হলে বিভিন্ন পদের প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা প্রচারনার অংশ হিসেবে নিজ নিজ ব্যানার পোষ্টার ছাপিয়ে শহরের বিভিন্ন সড়ক ও স্থাপনাসহ নানা জায়গায় স্থাপন করে। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক অলিগলি ব্যানার পোষ্টারে ছেয়ে যায়। শনিবার (১৯জানুয়ারি) ভোট সম্পন্ন হয়ে যাওয়ায় পরদিন রবিবার (১৯ জনিুয়ারি) বিএনপি নিজ উদ্যোগে নিজেদের স্থাপন করা ব্যানার পোষ্টার অপসান করে শহরকে পূর্বের রূপে ফেরানোর কাজে হাত লাগায়। এ কাজে বিএনপি ছাড়াও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।